Thursday, December 12, 2013

আমার কবিতা-প্রেম খানি যে সেই কবির প্রেমের মত!!!

তোর লন্ডভন্ড চুলে আমার হিংসা ছড়িয়ে পড়ে
আমি আঁকড়ে ধরি ওদের পাছে তোর ক্ষতি বা করে!
ওরা অভিমানের ঘোরে আরও হিংস্র তুফান তোলে
বাজ-পড়ানো বেগে সোজা ঝাঁপায় আমার কোলে!
আমি বোঝাই ওদের কত – “কেন করিস বোকার মত?!”
অভিমানের কারণখানা কোন সে কালে গত!!!
তখন হিংসে-অভিমানি আমায় সজোর আঘাত হানে
আর আমার যুদ্ধ চলতে থাকে আমার হিংসে-সনে!
আমার অনধিকার ঘরে তোর অধিকারের সুবাস
আমি তেপান্তরে বসে ঘ্রাণি তার আহ্লাদি শ্বাস...
আমি ভালোবাসি তোকে তোর ভালোবাসার মত
তবু মনের কোণায় জমতে থাকে হিংসে-বুড়ির ক্ষত!!!
তোর কাব্যময়ী চোখে আমি কবির প্রেমকে দেখি
যে পাগল-কবির প্রেমকে আমি রামধনুতে রাখি!
তোর অ-চেনা মন আমার সকল চিরচেনার বেশী
তবু বোকা আমার হিংসাগুলি ফোলায় মাংসপেশি!
তোর ঠোঁটের রেখার মতই আমার কোমল-পারা মন
তাই মাঝে-মধ্যে ভেজায় তাকে হিংসেমী-শ্রাবণ !

তাই...
তোর লন্ডভন্ড চুলে যখন হিংসে ছড়িয়ে পড়ে
আমি ঝাপটে সরাই ওদের যাতে তোর ক্ষতি না করে।
আমি ভালোবাসি তোকে তোর ভালোবাসার মত
আমার কবিতা-প্রেম খানি যে সেই কবির প্রেমের মত!!!