মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

সব চরিত্রই বাস্তবিক

মরে যায় ধরো ওই দিন প্রতি একত্রিশ, 
শেল্ডাক, টার্নস্টোন ও করে গেল কুর্নিশ;

আমি যাই ডানা উড়ে কর্ণার ফ্ল্যাটটায়,
মুসি নদী দম ফেলে আমার বারান্দায়;

কালোজাম রঙ দিয়ে সাজাবো কিচেন-টুকু...
এতে কিবা হবে আর পৃথিবীর ধুকুপুকু?

গায়ে চাপা গিল্টের ছোপছাপ দাগেদের 
মুছে দেব ফেনা দিয়ে হ্যান্ডমেড সাবানের; 

দিশি সুতি কাপড়েরা রিঠা জলে নাইবে,
নন্-টক্সিক পথে ফলাহার জমবে; 

এতে করে জমা হবে যতখানি পুণ্যি 
তাই দিয়ে মিঞা-বিবি ্প্যারিস এর ট্যুর নি!!!




To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...