Saturday, October 20, 2012

শরীর


তোকে এত ভালবাসব জানলে, 

ধানক্ষেতে দৌড়তাম না।

তোকে আঁকড়ে থাকব জানলে,

গেছো-পনাগুলো করতাম না।

তোকেই ‘আমি’ ভাবব জানলে,

রোদ্দুরে আম খুঁজতাম না।

তোকে এত ভালবাসব জানলে,

এত-কটা দিন বাঁচতাম না! 

Sunday, October 14, 2012

তোমার নিঃশ্বাস !


এক স্বপ্নিল অসুস্থ উষ্ণতার মাঝে
তুমি এলে
সাথে নিয়ে তোমার নিঃশ্বাস...
আরও উষ্ণতা ।
জীবাণুরা যাবার আগেই
তোমার বিদায়...
তারপর জীবের মতই জীবাণুও... দেহ বদল চায়
জানালার ফাঁক দিয়ে চলে আসে ঠাণ্ডা-মতন হাওয়া
শীতের আগমনী – আছিলায়।
আমার শীত আমায় আঁকড়ে ধরে আছে...
আর শীতের ফাঁকে তোমার নিঃশ্বাস !

Thursday, October 4, 2012

জীবন


চরিত্ররা ঘোরাফেরা করে জীবনের গা বেয়ে ।
কেউ মন ছুঁয়ে যায় ... আর কেউ কেউ শরীর !
জীবন ব্যস্ত থাকে চরিত্রদের নিয়ে জট পাকাতে ।
যে মন চায়, তাকে মাপে শরীর দিয়ে ...
আর যে চায় শরীরের আঁচ, তার পেছনে লেলিয়ে দেয় মন !!!

তাই এই জটিল-মনা জীবনের ওপর ভারী রাগ করে সেদিন আমি নিজের পছন্দের –OH গ্রুপের বোতল খুলে ঢকঢক গিলতে থাকি... আর স্নায়ুগ্রন্থির স্ক্রু – গুলো একটু ঢিলে হতেই ‘প্রাণ’ – ভরে জীবনকে দিতে থাকি গাল ।

পাঁচতলার ব্যালকনি বেয়ে গড়িয়ে আসা সকালের রোদে যখন ঘুম ভাঙল...
ধোঁয়াভরা শহর আর চরিত্রের ভিড়ে গিজগিজে হয়ে ওঠা জীবনটাকে তখন ভারী সুন্দর লাগল ...!!!!!!!!!1111123...!