ফোন বাজল
তোর ফোন। মানে ... হয় কোন বিশাল খুশির ছোট্ট একটা টুকরো...
কিংবা কোন অঘটন!!!
তুলে ফেললাম চট করে... যেমনটা সবসময় হয়।
তুলব ফোন...
দিগ্বজ মহিলার মত হুঁ... হুঁ... শব্দে শুনব।
তারপর রেখে দেব। কোনদিন দু-চারতি কথায় তোর মন ভাল হবে। আর কোন কোন দিন, যেমনটি আজকে হল...
তেমনটাই কোন কথা থাকবে না আমার!!!
জীবনে ঘটনা বেড়ে চলেছে রোজ
তবু
কথা ফুরিয়ে চলেছে আমার!