উষ্ণ গরম জলে আলতো
হাতে ধুয়ে ফেললাম তোর ছোঁয়া
ভেজা গামছায় তোর
না-থাকা অস্তিত্বকে দেখলাম খানিক
তারপর শীতের রোদে
মেলে দিলাম তাকে তোর না-থাকা প্রেমের বাষ্প হবে ভেবে!
গামছা শুকোলে রাখব
যথাস্থানে, লাগব দিনের কাজে
রাতে ফোন আসবে না
তোর না-থাকা প্রয়োজনের।
বর্তমানের ব্যস্ত
দিনের শেষে হয়ত মনে পড়বে তোকে যেমন আজ পড়ল হঠাৎ!
তখন খানিক কবিতা পড়ব
আর উল্টোপাল্টা লিখব।
তারপর খানিক আমার
ভাললাগা কাজ আর অকাজ শেষে ঘুম।
কাল হয়ত অন্যরকম হবে
... কালটি যেমন অন্যরকম ছিল।