তোর শূন্যতা ছুঁয়ে গেল, শূন্যের মতই গভীর? কিছুটা
তো তাই মনে হয়।
এখন সেই গভীরতায় বসে আমার কর্তব্য খুঁজে
বেড়াচ্ছি ! হাসির কথা... শূন্যতায় বসে কোন কাজ হয় নাকি ! কিছু নেই-এ কিই বা করা
যেতে পারে ? ধীরে ধীরে অক্ষমতার রিক্ততা জাল ছড়াচ্ছে শরীর জুড়ে...
আসলে হয়ত, তুই শূন্যতায় মিলিয়ে যাসনি। এক হয়ে
দেখিসনি তার সাথে, কেবল ভেবেছিস তাকে অনুভব করার কথা।
মিথ্যে! তবু অনুভুতিকে তো মিথ্যে বলে ভুলিয়ে
দেওয়া যায় না। তাই নিজের মধ্যে শূন্যতার অস্তিত্বের অহংকার তোর! আর সে অহংকারের
একটা তীক্ষ্ণ টুকরো বিঁধে গেছে আমার মনেও!
মিলিয়ে গেলে, শূন্যতাকে ভয় পেতি না... মিলিয়ে
গেলে, শুন্যতার অপার শান্তি আর অশান্তিকে একযোগে দেখতে পেতাম আমিও! শূন্য-ভাবে
শূন্যকে অনুভব করা হত। আমি শূন্যতার ধারেকাছেও পৌঁছইনি। তুই...? তোর যা মনে হয়।