রক্তে
একটা আঁশটে গন্ধ থাকে
নাক
সিঁটকোন থকথকে রঙ সাথে।
তবু
বারবার তার আশেপাশে ঘুরে
ঝাঁপিয়ে
পড়ার স্বভাব যায় না সরে।
শুকোতে
থাকা ঘায়ের নিউক্লিয়াসে
নখেরা
আমার চিল্লায় উল্লাসে।
Do I mean something to you? He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...