রক্তের একটা নেশা থাকে...
হালকা নোনা স্বাদ ... মৃদু আঁশটে গন্ধ
...কিংবা এসব যদি নাও জানে কেউ...
ওই লাল রঙ ।
শিরা আর ধমনীর ভেতরের
জীবনের
রঙ...
আর বাইরে... চাপ ধরা, কালচে রক্তে...
মৃত্যুর
রঙ।
কিংবা হতে পারে সৃষ্টির !!!
সবেতেই... একটা নেশা থাকে ---
রক্তের
নেশা...
সে রক্তটা ... জীবন – মৃত্যু – সৃষ্টি... বা ধ্বংস
যারই হোক
না কেন...!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন