শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

রক্ত নির্বিশেষে





রক্তের একটা নেশা থাকে...
হালকা নোনা স্বাদ ... মৃদু আঁশটে গন্ধ
...কিংবা এসব যদি নাও জানে কেউ...
          ওই লাল রঙ ।
শিরা আর ধমনীর ভেতরের                 জীবনের রঙ...
          আর বাইরে... চাপ ধরা, কালচে রক্তে...
                                      মৃত্যুর রঙ।
কিংবা হতে পারে সৃষ্টির !!!
সবেতেই... একটা নেশা থাকে ---
                             রক্তের নেশা...
সে রক্তটা ... জীবন মৃত্যু সৃষ্টি... বা ধ্বংস
                                      যারই হোক না কেন...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...