স্বপ্নগুলো ঠিক কোথা থেকে
চলা শুরু করে... ?
হয়ত হাজার মানুষের ভিড়ে কোন এক অজানা
গভীর
অন্ধকারের ভিতর থেকে...
কিংবা হয়ত
অগণিত অজানা চোখের নোনা জল আর বাঁকা চাহনি
আঘাত করে আমার
চেতনাকে বারবার...
তার প্রতিবারে – সে মুহুর্তে জন্ম হয়...
কোনও একটি স্বপ্নের...
যদি চেতনার কোল
থেকে জন্ম হয় তার... তবে
অনুভবের আদর খেতে খেতে খুশী মনে
দিব্যি চলতেই পারে সীমাহীনতার দিকে...
এতটা চলতে চলতে... আটকে পড়ে যদি ?
যদি চোখে পড়ে কোন
আবদ্ধ স্বপ্ন?
সমান হয়ে সঙ্গে নেবার শক্তি হবে কি?
ও স্বপ্ন...
তুই উল্টে পড়িস যদি...?
ডানা মেলতে কষ্ট হবে কি?... কুণ্ঠা হবে কি?
ডানা মেলতে কষ্ট হবে কি?... কুণ্ঠা হবে কি?
এত যুদ্ধে ক্লান্তি যদি ভারগ্রস্ত করে...
চেতনা রোমন্থন
করে... নিয়ে আসতে পারবি তুই...
জীবনের
গতিময়তাকে...?
নতুন করে চলতে শুরু করবি ?
চল তবে যাই ...
সীমাহীনতার
বাস্তবতায়...
আর
বাস্তবের
সীমাহীনতায় ।