বিন্দু থেকে গল্প শুরু হয়
বিন্দু থেকেই পথের পত্তন
গল্প ঘোরে ঘূর্ণির পথ ধরে
ঘুরপথে তার চরিত্রাবর্তন।
এরই মধ্যে উতরাই-চড়াই
এরই মধ্যে পরিবর্তন-গাথা
এরই মধ্যে সমুদ্র মন্থন
আর তার সাথে পর্বত লঙ্ঘন।
বিন্দু থেকে শুরু করে বিন্দু বিন্দু চলে
বিন্দুর সাথে মিশব বলে এতটা পথ হাঁটা... এত কথা ভাবা...!
See if u like this: http://drsayantanbanerjee.blogspot.in/2012/04/legal-game.html
উত্তরমুছুনuniversality ta besh shundor laglo
উত্তরমুছুনdhonyobaad...
মুছুন