বুধবার, ৪ এপ্রিল, ২০১২

বিন্দু


বিন্দু থেকে গল্প শুরু হয়
বিন্দু থেকেই পথের পত্তন 
গল্প ঘোরে ঘূর্ণির পথ ধরে
ঘুরপথে তার চরিত্রাবর্তন।
এরই মধ্যে উতরাই-চড়াই
এরই মধ্যে পরিবর্তন-গাথা
এরই মধ্যে সমুদ্র মন্থন
আর তার সাথে পর্বত লঙ্ঘন।
বিন্দু থেকে শুরু করে বিন্দু বিন্দু চলে বিন্দুর সাথে মিশব বলে এতটা পথ হাঁটা... এত কথা ভাবা...!


৩টি মন্তব্য:

To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...