এক খণ্ড মাটি তোলা –
তোর অপুষ্টির গা থেকে ।
যাতে ধান হয়... ডাল
হয়... কিংবা ভয়ানক জঙ্গল !
বাজরাও হয় কোথাও কোথাও!
এক খণ্ড মাটি তোলা
তোর অপুষ্টির গা থেকে...
মাটির পাত্রে আর
রাখা নয় তাকে... ময়লা মাটি !!
আভিজাত্যে সাজানো
সভ্যতার পাত্রে যত্নে তুলে রাখা...
একখণ্ড মাটি।
সেই যে তুলে নিলাম
তোর অপুষ্টির গা থেকে...
রোজ পুষ্টি জোগাই তাতে।
আর তাতে নেই... মেঠো
ধান-বাজরার ভিড়।
সভ্য মাটিতে রোজ
বানাই সভ্যতার বনসাই...
অসভ্য মাটি কেঁপে
ওঠে... ‘ইন্দোনেশিয়া’ !!!