রাস্তাটা আরও এঁকেবেঁকে
এর-ওর-তার গায়ে জট-জটিল হাল!
এক পা তুলে কখন থেকে দাঁড়িয়ে ...
তোলা পা-টা ফেলি কোথায়?
চোখ খুলে কিংবা বুজে... হাজার স্বপ্ন দেখতে পারি...
সামনে বসলে, তোমায়ও দেখানো যাবে আরও কিছু স্বপ্ন।
এবার স্বপ্নকে টেনে মাটিতে নামাতে গিয়ে...
পেতে টান পড়ে না বটে... টান পড়ে স্বপ্নের কারখানায়।
চাহিদা-যোগান... আমদানি-রপ্তানি
সবের হিসেব যায় গুলিয়ে;
স্বপ্নগুলোও সক্কলে হঠাৎ এক পা তুলে দাঁড়িয়ে !!
তোলা পা- টা... ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন