বৃষ্টির জলে ভেজা তোমার সে চিঠিটাকে
এবারের বর্ষায় ভিজিয়ে ফেলেছি এক্কেবারে।
লাল-নীল-কালো কালির সাথেই
ভেজা কাগজের গা বেয়ে বেয়ে ঝরে পড়ছে
ফোঁটা
ফোঁটা প্রেম।
বৃষ্টি দেখলে ছাতা ফেলে বৃষ্টির সাথে গল্প করার দিন শেষ ।
ঠান্ডা জলের ফোঁটারা আজ
উত্তাপ-হীন...
এখন বৃষ্টি মানে... কাদা এবং যাতায়াতে অসুবিধে...
তাই...
লাল-নীল-কালো কালির সাথেই
ভেজা কাগজের গা বেয়ে বেয়ে ঝরে পড়ছে
ফোঁটা ফোঁটা প্রেম।
ঝরেই চলেছে !!!