ইতিহাস...
ছোট-বেলায় পড়েছিলাম,
সে নাকি বুঝতে
শেখায় বর্তমান...
আর পথ এঁকে দেয় ভবিষ্যতের পানে।
এমনও শুনেছি যে...
সে দিতে পারে শিকড়ের খোঁজ...
দিতে পারে শুরুর সন্ধান!
বড়রা বলত...
জগতটাকে বুঝতে হলে... সমাজটাকে জানতে
হলে...
হৃদয় দিয়ে পড়তে হয়, দেখতে হয়, আর বুঝতে
হয়
‘ইতিহাস’
এ আমার ইতিহাস-পাঠের ইতিহাসের গোড়ার কথা।
তারপর ???
আমি ইতিহাস পড়ি
প্রথমে চোখ দিয়ে
তারপর মন দিয়ে
তারও পরে প্রাণ দিয়ে ...
উৎসাহী আমি দৌড়তে থাকি আদিম গুহায়... মিশরের পিরামিডের চুড়ায়... হরপ্পার বুকে দাপিয়ে বেড়াই অহংকারি আমি! মুঘল রাজ-দরবারে জাঁকজমক পার করে ঘুরতে বেরোই ব্রিটিশ সাম্রাজ্যের আনাচ-কানাচ...। বিশ্বযুদ্ধে রিফিউজি হয়ে চাঁদে পাড়ি দিই!!! রবিঠাকুরের সাথে মেতে উঠি নারীমুক্তির তর্কে... সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষতকে আহত-নিহতের সংখ্যায় সূক্ষ্ম-মাপে মাপি।
উৎসাহী আমি দৌড়তে থাকি আদিম গুহায়... মিশরের পিরামিডের চুড়ায়... হরপ্পার বুকে দাপিয়ে বেড়াই অহংকারি আমি! মুঘল রাজ-দরবারে জাঁকজমক পার করে ঘুরতে বেরোই ব্রিটিশ সাম্রাজ্যের আনাচ-কানাচ...। বিশ্বযুদ্ধে রিফিউজি হয়ে চাঁদে পাড়ি দিই!!! রবিঠাকুরের সাথে মেতে উঠি নারীমুক্তির তর্কে... সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষতকে আহত-নিহতের সংখ্যায় সূক্ষ্ম-মাপে মাপি।
তারপর ???
হঠাৎ একদিন দাঙ্গা বাধে আমার শহরে
লড়াই বাধে ‘আমার’ সাথে ‘আমার’।
সমস্ত আমি-র ইতিহাস দখল চায় বর্তমানের...
ইতিহাস... তুমি অতীত কবে হবে... ?!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন