সংসার – ১
- মন জানব... মন ছুঁয়ে দেখব... মন
ভালবাসব... !!! কিসের মন! কার মন? সময়-নষ্ট-কথা ! কবিতাপনা... ভাবনা নিয়ে ঘ্যানর
ঘ্যানর... দীন-দুনিয়ার পঁচিশ-কথার কথকতা! কাল সকালে অফিস আছে, শরীর আছে, রাস্তা
ভরা জ্যাম কাটিয়ে সমস্ত দিন কাটানো আছে!
- ও... আমি ভাবছিলাম... যাহ্! আবার ভাবার কথা! ঘুমোতে যাও। খামোখা
তোমার সময় খেলাম।
- হুঁ... গুডনাইট।
সংসার – ২
- হ্যালো... হ্যালো...
- হ্যাঁ... শুনতে পাচ্ছি। বল।
- বললাম যে অনুর জন্য ওষুধ কিনতে ভুলো না।
- হ্যাঁ, কিনছি। তুমি কি কর?
- এই তো ফিরছি। সী ইউ সুন। লভ ইউ।
- লভ ইউ। J
সংসার – ৩
- এই ওঠো, খেয়ে নাও তাড়াতাড়ি। ওষুধ খেতে হবে। দেরি হয়ে যাচ্ছে। মুনাইকে স্কুল
থেকে আনতে যেতে হবে আমার।
- হ্যাঁ, দাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন