মাটি কামড়ে পড়ে আছে প্রাণ
যে মাটিতে রেখেছিল আত্মা
সেখানেই লেপ্টে গেছে জান্।
সে মাটি ক্ষয়িষ্ণু নিরন্তর
ঝড় হাওয়া না অচেনা দূষণ
খুঁজে পাওয়া হয়নি সে উত্তর।
কিছু পাখি বদলেছে ঠিকানা
আর কিছু হেঁটে চলে
যাবে কোথা জানেনা।
এ প্রাণের গল্পটা সেখানেই
বোকাসোকা ভালোবাসা পাজামার
ব্যথা জেনে থাকা হবে জড়িয়েই।
মাটি কামড়ে পড়ে থাকা প্রাণ
খোলা চোখে দেখে কাছে মৃত্যু
যেন মৃত্যুতে প্রাণ পাবে জান্।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন