হঠাত ছ্যাঁকার মত কুঁকড়ে যায় শরীর
তোমার ছোঁয়ায়।
সক্কলকে লুকিয়ে সাবধানবাণী ষোড়শী কাজের দিদির…
বল খেলতে খেলতে গিলেছি সে সব কথা।
রোজ রাতে ঘুম পালিয়েছে আধচেনা আঙুলের খেলায়, গরম হয়েছে
কান।
আর সকাল ঢেকেছে বই –খাতা-টিভি খেলায়।
আঙুল হারিয়ে বেশ ক বছর বাদে এক হঠাত রাতে ঠিক ছ্যাঁকার
মতন কুঁকড়ে গিয়েছে শরীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন