উষ্ণতা… ঘুমোচ্ছে ঘোর বর্ষায়
তুমি আছ জানালার ধারে, কুচকুচে কালো কফি হাতে।
ভাবছ… দিই ডুব।
আমিও পাশেই আছি, আঙুলের ফাঁক গলে আঙুলের ফেঁসে-থাকা মত।
কফি গলে জল।
বিস্কুট ডুবিয়ে জমে পলি… ডুবুরীর পা জড়িয়ে যায়।
ডুবুডুবু ভাব নিয়ে আমি কেন যেন সাঁতরাতে চাই…