তরতরিয়ে দৌড়ে চলা গরম রক্তে ঢালো এক স্কুপ ভ্যানিলা
আইসক্রিম।
তার সঙ্গে মেলাতে পারো আরও কয়েকটা ঠান্ডা...
কোকোনাট বা ম্যাঙ্গো, সাথে
একটু কুচো বরফ,
হট চকলেট সিলেবাসে নেই, চেষ্টা
করলে সিরাপ।
গরমাহটে যতি পড়লেই
সভ্য জীবন চলা।
তবু হচ্ছে না? তবে
অভিনয়... তাতেও জীবন কাটে। বাঁচার অর্থ দীর্ঘশ্বাস, আর কিছু
পথ চলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন