থিতু হবার অছিলায় সব মৃত হতে বলে
মরার ভয়ে সিঁটকে গিয়ে জীবন খুবলে ফেলে।।
খুবলে ফেলতে তাগদ লাগে… তাই উপমাটি ভুল
ভুলের আমি ভুলের তুমি, ঠিকের মাথায় বাড়ি
বাড়ির কথায় পড়ল মনে তোমার সঙ্গে আড়ি।।
আড়ির কথা হলই যখন ভাবের কথাও হোক
ভাবের ঘরে ডিমেন্শিয়া, ঠিকের গলায় ঢোঁক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন