চরিত্ররা ঘোরাফেরা করে জীবনের গা বেয়ে ।
কেউ মন ছুঁয়ে যায় ... আর কেউ কেউ শরীর !
জীবন ব্যস্ত থাকে চরিত্রদের নিয়ে জট পাকাতে ।
যে মন চায়, তাকে মাপে শরীর দিয়ে ...
আর যে চায় শরীরের আঁচ, তার পেছনে লেলিয়ে দেয় মন
!!!
তাই এই জটিল-মনা জীবনের ওপর ভারী রাগ করে সেদিন
আমি নিজের পছন্দের –OH গ্রুপের বোতল খুলে ঢকঢক
গিলতে থাকি... আর স্নায়ুগ্রন্থির স্ক্রু – গুলো একটু ঢিলে হতেই ‘প্রাণ’ – ভরে জীবনকে
দিতে থাকি গাল ।
পাঁচতলার ব্যালকনি বেয়ে গড়িয়ে আসা সকালের রোদে যখন ঘুম ভাঙল...
ধোঁয়াভরা শহর আর চরিত্রের ভিড়ে গিজগিজে হয়ে ওঠা জীবনটাকে তখন ভারী সুন্দর লাগল
...!!!!!!!!!1111123...!
Etake ki pathano jayna kono patrikay?
উত্তরমুছুন