লেপটে থাকে এখন।
একরাশ উদাত্ত অন্তহীন অন্ধকার খুঁজি
আমি একরাশ উদাত্ত অন্তহীন অন্ধকার খুঁজি...
যে অন্ধকারে নগ্ন আমি ঝাঁপিয়ে পড়তে পারি,
চিৎকার করে গাইতে পারি সুর ও বেসুর
ঘড়ির কাঁটায় চড়ে ঘেঁটে যাওয়া ইকুয়েশন মেলাতে মেলাতে, শহরের গুমোট আলো লেপটে থাকা রাতের অন্ধকার এর মাঝে
আমি একরাশ উদাত্ত অন্তহীন ভাবনাহীন লাগামছাড়া অন্ধকার খুঁজি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন