রবিবার, ২৫ মার্চ, ২০১২

ইন্দ্রিয়-পথ...


মেঘ জমেছে;
খবর পেলাম ব্জ্রনাদের হাত ধরে।
রাগ জমেছে;
দেখতে পেলাম রক্তস্বাদের ঘ্রাণ পেয়ে।
আলো আছে;
বুঝতে পেলাম অন্ধকারের কোল ঘেঁষে।

আর এসব খবর শুনতে, দেখতে ও বুঝতে গিয়ে...  হারিয়ে ফেললাম নিজেকে।

উল্লাসে।
আর্তনাদে।
আর
                               নিরুদ্দেশে!!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...