মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

জন্ম


জন্মের কোন অর্থ খুঁজে পাওয়া হল না ...!
অথচ কেমন নিরন্তর গতিতে পা-এক পা আর-এক
এগিয়ে চলা জন্মকে পিছু ফেলে !
আমি আছি ... কারণ জন্ম হয়েছিল
তবু জন্মের কোন অর্থ বোঝা গেল না !
তাই থাকার কোন গল্প লেখা হল না...!
তবু আছি ...
কারণ জন্ম হয়েছিল! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...