জন্মের কোন অর্থ খুঁজে পাওয়া হল না
...!
অথচ কেমন নিরন্তর গতিতে পা-এক পা
আর-এক
এগিয়ে চলা জন্মকে পিছু ফেলে !
আমি আছি ... কারণ জন্ম হয়েছিল
তবু জন্মের কোন অর্থ বোঝা গেল না !
তাই থাকার কোন গল্প লেখা হল না...!
তবু আছি ...
কারণ জন্ম হয়েছিল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন