সেকেন্ড থেকে চলা শুরু, তারপর রাস্তা পেরনো মিনিট আর ঘণ্টার। আরও খানিক পথ হাঁটা ... দিন... সাতদিন... চলতে থাকা...! চলছি.... নাকি দেখছি... নাকি অনুভব করছি - গুলিয়ে যায় মাঝেমধ্যে! এক মুহূর্তের সাক্ষাত ... আর কয়েক মুহূর্ত কথা।
স্বপ্ন কিম্বা শান্তি নয়... জীবন কবির বোধ ও নয়... মাথার ভেতর হয়ত আমার কোন একটা ঘোর কাজ করে!
স্বপ্ন কিম্বা শান্তি নয়... জীবন কবির বোধ ও নয়... মাথার ভেতর হয়ত আমার কোন একটা ঘোর কাজ করে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন