চাপ ধরা রক্ত, জল সাবান - এ ধোয়ার পরেও লেগে থাকে মাটি, সিমেন্ট বা লোহার শিকের গায়ে।
এমন লক্ষ লিটার লাল গায়ে জড়িয়েই দাঁড়িয়ে থাকে তোমার আমার হাই-রাইজিং সংসার।
ছুটির আমেজে ক্লাবহাউসের টলটলে নীল জলে আয়েশে হাত পা ছড়িয়ে থাকতে থাকতে
আজ সকালেই আমি গায়ে মাখলাম আরও খানিক রক্ত।
মইদুল-সুকুমার-গোপাল ও আরও অনেক এর রক্ত।
চামড়ায় জেল্লা দেখছ না?
এমন লক্ষ লিটার লাল গায়ে জড়িয়েই দাঁড়িয়ে থাকে তোমার আমার হাই-রাইজিং সংসার।
ছুটির আমেজে ক্লাবহাউসের টলটলে নীল জলে আয়েশে হাত পা ছড়িয়ে থাকতে থাকতে
আজ সকালেই আমি গায়ে মাখলাম আরও খানিক রক্ত।
মইদুল-সুকুমার-গোপাল ও আরও অনেক এর রক্ত।
চামড়ায় জেল্লা দেখছ না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন