একটা সমুদ্র। একটা বলা চলে কি? মানে… সমুদ্র কি একটা বা অনেকগুলি হয়?
যাক্গে! সমুদ্রের ঠিক মাঝখানে তিথি।
ওহো! সমুদ্রের ঠিক মাঝখানটা কোথায়?
ধুর্… যাক্গে! সমুদ্রের মাঝখানেই তিথি।
ও কি ভাবছে এখন? কিছু ভাবছে কি? নাকি সাঁতার কাটছে? সাঁতরাবার চেষ্টা মনে হচ্ছে! কোনদিকে এগোচ্ছে বুঝতে পারছি না এতদূর থেকে।
এগোচ্ছে কি? কম্পাস কি আছে ওর কাছে? কম্পাস কি থাকে?! কোনদিকে যাবার কথা ভাবতে পারে তিথি এখন? কোথাও কি পৌঁছতে হবে?
দম নিচ্ছে তিথি। অনেকবার! প্রায় প্রতি ৪ ল্যাপ এ একবার মতন! দম নিয়েই চলেছে।
বেশ ক্লান্ত লাগছে। তবু দম নিয়েই চলেছে!
নাহ! আমি উঠি বরং। অনেক চেষ্টা করেও দেখতেই পাচ্ছি না কিছু।
যাক্গে! সমুদ্রের ঠিক মাঝখানে তিথি।
ওহো! সমুদ্রের ঠিক মাঝখানটা কোথায়?
ধুর্… যাক্গে! সমুদ্রের মাঝখানেই তিথি।
ও কি ভাবছে এখন? কিছু ভাবছে কি? নাকি সাঁতার কাটছে? সাঁতরাবার চেষ্টা মনে হচ্ছে! কোনদিকে এগোচ্ছে বুঝতে পারছি না এতদূর থেকে।
এগোচ্ছে কি? কম্পাস কি আছে ওর কাছে? কম্পাস কি থাকে?! কোনদিকে যাবার কথা ভাবতে পারে তিথি এখন? কোথাও কি পৌঁছতে হবে?
দম নিচ্ছে তিথি। অনেকবার! প্রায় প্রতি ৪ ল্যাপ এ একবার মতন! দম নিয়েই চলেছে।
বেশ ক্লান্ত লাগছে। তবু দম নিয়েই চলেছে!
নাহ! আমি উঠি বরং। অনেক চেষ্টা করেও দেখতেই পাচ্ছি না কিছু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন