দম বন্ধ করা বিশ্বাস করব বলে হাতড়ে বেড়াচ্ছি।
হাতড়ে বেড়াচ্ছি অন্ধকারে ও আলোতে।
কোথাও একটা অপলক বিশ্বাস পড়ে থাকতে পারে ভেবে হেঁটে চলেছি, দৌড়চ্ছিও কখনও সখনও।
গাঢ় অন্ধকারেই হয়ত ভাল করে দেখা যায় বোধ। চোখ-ধাঁধানো আলোয় দেখা আর অদেখা একে অপরকে জাপটে ধরে তৈরি করে নানান রঙের ছবি। রঙে... না আলোয়... নাকি ছবির ভারে... কেমন যেন চাপা পড়ে যায় বোধ।
গায়ে লেপটে থাকা গোলকধাঁধার গা বেয়ে চলতে চলতে... কিছু একটাতে দম বন্ধ করা বিশ্বাস করব বলে হাতড়ে বেড়াচ্ছি। অন্ধকারে ও আলোতে।
হাতড়ে বেড়াচ্ছি অন্ধকারে ও আলোতে।
কোথাও একটা অপলক বিশ্বাস পড়ে থাকতে পারে ভেবে হেঁটে চলেছি, দৌড়চ্ছিও কখনও সখনও।
গাঢ় অন্ধকারেই হয়ত ভাল করে দেখা যায় বোধ। চোখ-ধাঁধানো আলোয় দেখা আর অদেখা একে অপরকে জাপটে ধরে তৈরি করে নানান রঙের ছবি। রঙে... না আলোয়... নাকি ছবির ভারে... কেমন যেন চাপা পড়ে যায় বোধ।
গায়ে লেপটে থাকা গোলকধাঁধার গা বেয়ে চলতে চলতে... কিছু একটাতে দম বন্ধ করা বিশ্বাস করব বলে হাতড়ে বেড়াচ্ছি। অন্ধকারে ও আলোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন