তনয় জানে জুঁই -এর ফোন খুইয়ে ফেলাটা নেহাতই মনের ভুলে নয়... 'জানে' সে। প্রমাণ খোঁজারও প্রয়োজন হয় না আজকাল আর। বছর তিন হল... মনে হওয়া, বোঝা... আর তারপর 'জানা'। এখন তনয় জানে। ঠিক যেমন ভাবে জুঁইও 'জানে'; তনয়ের হঠাৎ ছুটে বাড়ি আসা... এক্কেবারেই আকস্মিক নয়...।
দুজনে এখন বহু কথা হয়... শুরুর দিনগুলোর চেয়ে অনেক অনেক বেশী... কথায় কথায় কাটাকুটিও খেলা হয় ঢের। তবু প্রয়োজন হয়ে ওঠে না এই জানতে পারাটা জানাবার... পাছে আবার কাটাকুটি!!!
চলতে থাকে দুই সবজান্তার জীবন... সমান্তরালে।।
দুজনে এখন বহু কথা হয়... শুরুর দিনগুলোর চেয়ে অনেক অনেক বেশী... কথায় কথায় কাটাকুটিও খেলা হয় ঢের। তবু প্রয়োজন হয়ে ওঠে না এই জানতে পারাটা জানাবার... পাছে আবার কাটাকুটি!!!
চলতে থাকে দুই সবজান্তার জীবন... সমান্তরালে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন