"যদি ঘুম নেই তোর চোখে
তবে প্রেম জাগে কি বুকে?"
"তোর কাছে জল ভরা
তবু মরুর বুকে ধরা"
"চোখ খুলে রাখ তুই
আর মুখ বুজে সব শুই"
"সাদার গায়ে কালো
আমার লাগে ভালো"
"তুই যেই হারিয়ে যাস
সেই আমায় খুঁজে পাস"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন