রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

তোমার নিঃশ্বাস !


এক স্বপ্নিল অসুস্থ উষ্ণতার মাঝে
তুমি এলে
সাথে নিয়ে তোমার নিঃশ্বাস...
আরও উষ্ণতা ।
জীবাণুরা যাবার আগেই
তোমার বিদায়...
তারপর জীবের মতই জীবাণুও... দেহ বদল চায়
জানালার ফাঁক দিয়ে চলে আসে ঠাণ্ডা-মতন হাওয়া
শীতের আগমনী – আছিলায়।
আমার শীত আমায় আঁকড়ে ধরে আছে...
আর শীতের ফাঁকে তোমার নিঃশ্বাস !

1 টি মন্তব্য:

  1. Then you came
    in the dreamy warmth of ailment
    and with your breath
    you brought in more warmth;

    And then you left
    before the germs had chosen
    to leave my body
    to find some other (wo)men;

    And then there came
    the cool breeze through the window pane
    of the winter fall, Oh ! so serene
    embracing me like so dear a sheath
    and within all there stays your breath !

    উত্তরমুছুন

To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...