শনিবার, ২০ অক্টোবর, ২০১২

শরীর


তোকে এত ভালবাসব জানলে, 

ধানক্ষেতে দৌড়তাম না।

তোকে আঁকড়ে থাকব জানলে,

গেছো-পনাগুলো করতাম না।

তোকেই ‘আমি’ ভাবব জানলে,

রোদ্দুরে আম খুঁজতাম না।

তোকে এত ভালবাসব জানলে,

এত-কটা দিন বাঁচতাম না! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...