আর কতটা থাকলে মাত্রাছাড়া থাকা হয়ে যাবে?
আর কতটা লিখলে লেখা হয়ে উঠবে অর্থহীন?
এ প্রশ্নেরা খাচ্ছে মাথা দিন কে দিন।
যাওয়া না থাকলে থাকার কোন শেষ নেই!
শেষ না থাকলে শুরুর নেই হদিশ।
অর্থ না হয় অনর্থের শেকড়ে... অনর্থ-হীন অর্থের কোন দেশ নেই।
আর কতটা লিখলে লেখা হয়ে উঠবে অর্থহীন?
এ প্রশ্নেরা খাচ্ছে মাথা দিন কে দিন।
যাওয়া না থাকলে থাকার কোন শেষ নেই!
শেষ না থাকলে শুরুর নেই হদিশ।
অর্থ না হয় অনর্থের শেকড়ে... অনর্থ-হীন অর্থের কোন দেশ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন