শেকড় থেকে আমি তোমায় উপড়ে নিতে চাই...
কাল তোমায় অপমান করেছি আজ তাচ্ছিল্য...!
ভবিষ্যতের খাতায় আর কি তুলে রেখেছি... নিজেও
জানিনা !
বহুদিন ধরে দূর থেকে দেখেছি তোমায় আমি
যেভাবে দেখিয়েছে সক্কলে...
ওরা থাকে জঙ্গলে
ওরা থাকে পাহাড়ে ...
ওদের নিয়ে ভাবনা নয়... ওদের সঙ্গে বন্ধুতা
নয়...
যাওয়া যেতে পারে কোন এক সময়-কাটানো ছুটির
অজুহাতে
নাচ দেখতে তোমাদের...
আর দুহাত গালে ঠেকিয়ে
আশ্চর্য প্রকাশে!!!
পড়া যেতে পারে বিদ্যাসাগরি ‘সভ্য ও অসভ্য’ ...
চায়ের অবকাশে...
আর আজ হঠাৎ যখন তোমাদের মাঝে গিয়ে পড়লাম...
প্রতিটা চোখে দেখতে পেলাম... আমার কঙ্কাল!
প্রতিটা চোখে দেখতে পেলাম প্রেমের করতাল!!!
বলে
এলাম... ‘আবার আসব’...
(ওড়িশার আদিবাস থেকে ফিরে... !)