কুয়াশা আর চাঁদের আলো,
পা ছড়িয়ে বসে গল্প করছিল...
যদিও ওদের গল্পের একটি শব্দও আমায় ছুঁতে
পারেনি,
তবু তোমার শব্দের পাহাড় পেরিয়ে ওদের আমি ছোঁয়ার
চেষ্টা করছিলাম মাঝেমধ্যেই...
আবার ফিরে এসে তোমার অগোছালো শব্দগুলো দিয়ে
নিজের মত করে ছবি আঁকছিলাম...
যে শব্দগুলো দিয়ে তুমি হয়ত অন্যরকম কোন একটা
ছবি আঁকছিলে,
আর তাই হয়ত আমার ক্যানভাসে রংগুলো সব মিলেমিশে
সাদা হয়ে
হাঁটা দিচ্ছিল...
চলতে চলতে তারা ছুঁয়ে ফেলছিল চাঁদের আলো আর
কুয়াশার গল্পকথার ওই ধোঁয়ায় ধোয়া রঙ... যে কথার শব্দগুলোকে আমি ছুঁতে পাইনি
কিছুতেই!
ফিরতি পথে হয়ত তারা আনবে সেই সদ্য স্নাত রঙ...
হয়ত সে রঙ চড়বে আমার ক্যানভাসে...
আর তুমি তখন...
অন্য কোথাও অন্য শব্দ নিয়ে... আঁকছ ছবি অন্যমনে...
তোমার ক্যানভাসে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন