রবিবার, ১৫ জুলাই, ২০১২

বৃষ্টি - প্রেম...

 বৃষ্টির জলে ভেজা তোমার সে চিঠিটাকে
এবারের বর্ষায় ভিজিয়ে ফেলেছি এক্কেবারে।
   লাল-নীল-কালো কালির সাথেই
      ভেজা কাগজের গা বেয়ে বেয়ে ঝরে পড়ছে
             
          ফোঁটা ফোঁটা প্রেম।

বৃষ্টি দেখলে ছাতা ফেলে বৃষ্টির সাথে গল্প করার দিন শেষ ।
   ঠান্ডা জলের ফোঁটারা আজ উত্তাপ-হীন...

এখন বৃষ্টি মানে... কাদা এবং যাতায়াতে অসুবিধে...

   তাই...
       লাল-নীল-কালো কালির সাথেই
ভেজা কাগজের গা বেয়ে বেয়ে ঝরে পড়ছে

              ফোঁটা ফোঁটা প্রেম

                    
                                     ঝরেই চলেছে !!!


1 টি মন্তব্য:

  1. আসলে সময়ের সাথে বোধহয় মানুষের ভালোলাগাগুলো এমনিকরেই বদলে যায়।কবিতা ভালো হয়েছে।

    উত্তরমুছুন

To embrace my darks!

Do I mean something to you?                                       He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...